Last Updated: Friday, October 18, 2013, 18:54
পরিকল্পনা করে খুন করা হয়েছে এন্টালির নিখোঁজ ব্যবসায়ী জিতু হেলাকে। প্রাথমিক তদন্তের পর এমনটাই ধারণা পুলিসের। সপ্তমীর রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে। ঘটনার ছয়দিন পর বৃহস্পতিবার প্রগতি ময়দান থানার ধাপা খাল থেকে তাঁর বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিস। দেহ সনাক্ত করেছে জিতুর পরিবার।